কুলাউড়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও সিএনআরএস এর ক্রেল প্রকল্পের সহযোগিতায় ৫ জুন সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী, বৃক্ষ বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌঃ মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে ও ক্রেল কর্মকর্তা সেকান্দর আলীর পরিচালনায় পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। পরিবেশকে দুষনমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইসতিয়াক হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারঃ) মাসুদুর রহমান, ইউএমও (এমসিএইচ) ডাঃ সুলতান আহমদ, পিআইও শিমুল আলী, প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাসার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী প্রমুখ। সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে গাছের চারা বিতরন করা হয়। সভার পূর্বে এক বর্ণ্যাঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে।
মন্তব্য করুন