কুলাউড়ায় মুক্তিযোদ্ধা আব্দুর রব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

May 24, 2017,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়ার জয়চন্ডীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রব স্মৃতি টিভি এন্ড টিভি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
২৩ মে মঙ্গলবার বিকাল ৫টায় স্টার বয়েজ ক্লাব দুর্গাপুরের আয়োজনে দিলদারপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পয়লান খানের সভাপতি ও দিনার আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট-এর সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা দেশের দামাল ছেলেদের উৎসাহ দিতে প্রায় সময়ই খেলার মাঠের দর্শক সাড়িতে বসে উপভোগ করেছেন। খেলাধুলায় ক্রিকেটের মধ্যদিয়ে বাংলাদেশকে বিশ্ববাসী সবাই চেনেন। আজ এই সোনার ছেলেদের কারনে ক্রিকেট বিশ্বে রয়েছে আমাদের অনেক সু-নাম। কুলাউড়ার ছেলে আবুল হাসান রাজু জাতীয় পর্যায়ে গিয়ে সু-নাম অর্জন করেছে। আমি মনেকরি, জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মত অনেক প্রতিভাবান ক্রিকেটার কুলাউড়ার রয়েছে। আমি আপনাদের কুলাউড়ার ছেলে, আপনাদের সুখে দুঃখে সবসময় সাধ্য অনুসারে পাশে থাকবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সদস্য ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক অজয় দাস, মুক্তিযোদ্ধা মোঃ ওমর আতিক, সাবেক যুগ্ম আহবায়ক হোসেন মোহাম্মদ মনসুর, স্বেচ্চা সেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক আবুল বাসার, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাতক আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিব, যুবলীগ নেতা সুনির্মল দত্ত, জংচন্ডি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মুমিন, ও ইউপি সদস্য শামিম আহমদ প্রমুখ।
উল্লেখ্য, তাহসিল ক্লাব দুর্গাপুর, স্টার বয়েজ ক্লাব দুর্গাপুরকে হাড়িয়ে বিজয় লাভ করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ডাঃ রুকন উদ্দিন আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com