কুলাউড়ায় মেয়েকে অপহরণ-বাধা দেয়ায় মাকে হত্যা

April 17, 2016,

হাবিবুর রহমান ফজলু॥ কুলাউড়ায় গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে রুমেনা বেগম নামক এক কিশোরীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এসময় বাধা দিতে গেলে কিশোরীর মা ছায়রা বেগমের মুখে বিষ ঢেলে হত্যা করেছে দুর্বৃত্তরা

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরাইছড়াবস্তি গ্রামে এঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, ১৫ এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মুরইছড়া গ্রামের মাসুক মিয়ার ঘরে ঢুকে ৮-১০ জনের এক দল মুখোশধারী দুর্বৃত্ত। তারা মাসুক মিয়ার মেয়ে রুমেনা বেগম (১৭)’কে অপহরনের চেষ্টা চালায়। মেয়েকে টেনে হিছড়ে বাইরে নেয়ার সময় মেয়ের চিৎকারে পরিবারের লোকজন জেগে উঠেন। মেয়েকে রক্ষা করার চেষ্টা করলে মা সায়েরা বেগমকে (৪৫) মারধর করে মুখে বিষ ঢেলে মেয়েকে নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের অন্যান্যরা মাকে উদ্বার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অপহৃত কিশোরীকে উদ্ধারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com