কুলাউড়ায় রাজমহল সুইটস এন্ড ফায়ার ফুডের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উত্তরবাজারে বুধবার দুপুরে রাজমহল সুইটস এন্ড ফায়ার ফুড এর ২য় শাখার উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া ইসলামী ব্যাংক শাখার নীচতলায় অত্যাধুনিক ডেকোরেশনসম্বলিত রাজমহল সুইটস এন্ড ফায়ার ফুড এর ২য় শাখার ফিতা কেটে আনুষ্টানিক উদ্বোধন করেন কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ শফি আলম ইউনুছ।
রাজমহল সুইটস এন্ড ফায়ার ফুড এর কুলাউড়া পরিবেশক আনোয়ারা জেনারেল ষ্টোরের স্বত্বাধিকারী মোঃ আমির হোসেন এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজমহল সুইটস এন্ড ফায়ার ফুড এর ম্যানেজিং পার্টনার ফখরুল আলম ও অন্যতম পার্টনার সাহেদ আহমেদ, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সম্পাদক মইনুল ইসলাম শামীম, যুগ্ম-সম্পাদক আতিকুর রহমান আখই, ইসলামী ব্যাংক কুলাউড়া শাখার হেড অব ব্রা মুহাম্মদ আব্দুল্লাহ, কুলাউড়া পৌরসভার সচিব শরদিন্দু রায়, নিলয় এসোসিয়েটের স্বত্বাধিকারী ইঞ্জিঃ মোঃ আলতাফ হোসেন, ওয়েষ্টার্ন থাই শফের স্বত্বাধিকারী ইঞ্জি মোঃ আবুল কালাম, ব্যবসায়ী নেতা মইনুল হক বকুল, নাজমুল বারী সোহেল, এইচ ডি রুবেল, আব্দুর করিম বাচ্চু, অশোক চন্দ, জালাল আহমদ প্রমুখ।
রাজমহলের কুলাউড়া পরিবেশক মোঃ আমির হোসেন জানান কুলাউড়ার ক্রেতাসাধারনের সুবিধার্থে শহরের প্রধান রাস্তার পাশে র্উন্নতমানের ও সুন্দর পরিবেশে মিষ্টান্নসহ বিভিন্ন খাবার জাতীয় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মুল্যে বিক্রয় ও সরবরাহের লক্ষে রাজমহলের ২য় শাখা খোলা হয়েছে। তিনি রাজমহলের এ সেবা গ্রহনের জন্য সর্বস্তরের ক্রেতা সাধারনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন