কুলাউড়ায় রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন

August 14, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়ার রবিরবাজারে রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
শনিবার ১৪ আগষ্ট দুপুরে রবিরবাজারে অনুষ্ঠিত ঘন্টা ব্যাপী মানববন্ধনে ব্যবসায়ী, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। রবিরবাজার ত্রিমূহনা থেকে কর্মধা ইউনিয়ন পরিষদ পর্যন্ত এলজিইডি’র রাস্তাটি খানা খন্দে অবস্থায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, আব্দুল গাফফার কায়ছুল, আব্দুল আহাদ সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, রাস্তায় খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্ররা যাতায়াত করতে পারেননা। অল্প বৃষ্ঠিতে রাস্তায় হাঁটু পানি জমে যায়। দ্রুত রাস্তাটি মেরামতের দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com