কুলাউড়ায় শতাধিক ইয়াবাসহ পুলিশের খাঁচায় ২ কারবারি

June 28, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ হুমায়ন মিয়া (২৬) ও দেবা রঞ্জন বিশ্বাস (৩২) নামে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার ব্রাহ্মণবাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত হুমায়ন মৌলভীবাজারের জগন্নাথপুর এলাকার ছুরুক মিয়ার ছেলে ও দেবা রঞ্জন জুড়ীর বিনোদপুর এলাকার দিগেন্দ্র বিশ্বাসের ছেলে।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেকের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে থানার এসআই (নিরস্ত্র) পরিমল চন্দ্র দাস ও এএসআই (নিরস্ত্র) মোঃ নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাজারে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় ব্রাহ্মণবাজার-শমসেরনগরগামী রাস্তার সম্মুখ থেকে ১২০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ওসি আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার ২৮ জুন সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষে জেলা পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com