কুলাউড়ায় সম্প্রীতি শোভাযাত্রা

October 22, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া প্লাটুন টুয়েলভ এর আয়োজনে দেশব্যাপী চলমান সাম্প্রদায়িক সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এক সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ অক্টোবর বিকেলে কুলাউড়া শহরের বঙ্গবন্ধু উদ্যান প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অসাম্প্রদায়িক স্লোগান সংবলিত ফেস্টুন নিয়ে প্লাটুন টুয়েলভের সদস্য এবং বিভিন্ন শ্রেণি প্রেশার মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রার পূর্বে প্লাটুন টুয়েলভ কুলাউড়ার সভাপতি মেহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌরা দে, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন মিত্র, আয়োজক সংগঠনের কল্যাণ চন্দ্র পলাশ, মেহেদী হাসান সাদি, সুদ্বীপ আচার্য্য প্রমুখ।
বক্তারা বলেন, অসাম্প্রদায়িক শক্তির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছে, তাই সকল ষড়যন্ত্র প্রতিহত করে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে প্রতিহত করতে হবে।
আয়োজক সংগঠনের সিনিয়র সদস্য মেহেদী হাসান সাদি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের আকাঙ্খায় যুদ্ধ করেছিলেন মুক্তিযোদ্ধারা। সময়ের সাথে সাথে আমরা সেই চেতনা থেকে দূরে সরে গেছি। প্রত্যেক বিবেক সম্পন্ন মানুষের উচিত এই অশুভকালে প্রতিবাদ মুখর হওয়া,একটি সুন্দর বাংলাদেশে বিনির্মাণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com