কুলাউড়ায় সেলিনা চৌধুরীর অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে উদার দিগন্ত সাহিত্য সংসদ ও পাঠাগার এর আয়োজনে শতাধিক অসহায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
ঢাকাস্থ লাইলাক কমিউনিকেশন্সের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও লেখিকা সেলিনা চৌধুরীর অর্থায়নে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান সংগঠনের সভাপতি মজির উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সালাম মাহমুদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
প্রধান বক্তা ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো: জহিরুল ইসলাম, সৈকত তরুণ সংঘের সভাপতি মুহিবুর রহমান আকাশ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ শীতার্থ মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন।
মন্তব্য করুন