কুলাউড়ায় স্কুল ছাত্রী শাম্মীর আত্মহত্যার প্ররোচনায় মামলা

October 29, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার কুলাউড়া ইউনিয়নের করেরগ্রামের কালা মিয়ার মেয়ে অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী শাম্মী আক্তারকে (১৫) আত্মহত্যার প্ররোচনা দেয়ার অপরাধে রিজন ও নুরুল নামে দু’বখাটের বিরুদ্ধে অবশেষে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয় শংকরপুর গ্রামের বকুল মিয়ার পুত্র বখাটে রিজন আহমদ (২১) ও তার সহযোগী করেরগ্রামের মইনুল মিয়ার পুত্র নুরুল মিয়া (১৮) সহ উক্ত দু’বখাটের প্ররোচনায়  ২৫ অক্টোবর রাতে স্কুল ছাত্রী শাম্মি আক্তার বিষপানে মারা যায়।

এব্যাপারে নিহত ছাত্রীর বাবা কালা মিয়া বাদী হয়ে ২৭ অক্টোবর রাতে কুলাউড়া থানায় উক্ত দু’বখাটেকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ আলম ভ্ইুয়া জানান, আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com