কুলাউড়ায় ৩ চোর সহ চোরাইকৃত রড উদ্ধার

May 11, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া পুলিশের এক বিশেষ অভিযানে চুরি যাওয়া রডসহ আল আমিন, আবুল কালাম ও সাকিল মিয়া সহ ৩ চোরকে আটক করা হয়েছে।

কুলাউড়া থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানাধীন আছুরীঘাট রেল লাইনের নব নির্মিত রেলওয়ের ব্রীজ নির্মাণের রড চুরির বিষয় থানা পুলিশকে অবহিত করা হলে ১০ মে সোমবার রাতে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে এসআই শাহীন হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আবু তালিবপুর এলাকা থেকে জয়পাশা নিবাসী চোর আল আমিনকে ব্যাটারী চালিত অটোরিকশাসহ আটক করে চোরাই যাওয়া রেলওয়ে ব্রীজ নির্মাণের রড উদ্ধার করে জব্দ করা হয়।

পরে আটক আল আমিনকে দেয়া তথ্যমতে সঙ্গীয় চোর জয়পাশা নিবাসী আবুল কালাম ও  আলালপুর নিবাসী সাকিল মিয়াসহ আরও ২ জনকে জয়পাশা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, চুরি-ডাকাতি রোধকল্পে পুলিশের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com