কুলাউড়ায় ৪০০ পরিবারে ঈদের হাসি ফুটালো প্রবাসীরা

May 22, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে থমকে গেছে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের জীবন চলার পথ। সেই সকল মানুষের পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ৯ নং টিঁলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠন।
সংগঠনের উদ্যোক্তা কাতার প্রবাসী ফয়জুল ইসলাম আতিকের উদ্যোগে ও সৌদি আরব প্রবাসী শাহিদ আলী, দুবাই প্রবাসী আলকাছ মিয়া,মুমিন মিয়া সহ দেশ ও প্রবাসের সদস্যদের সহযোগিতায় ইউনিয়নের ঘরবন্দী নিম্ন আয়ের কর্মহীন হয়ে পড়া ৪০০ টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়েছে । প্রবাসীদের দেওয়া ইদ সামগ্রী পেয়ে অনেক পরিবারের মুখে ফুটেছে হাসি।
১৯ মে মঙ্গলবার দুপুরে স্থানীয় বাংলাটিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাটিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মো.আব্দুস শহীদের সভাপতিত্বে ও উপজেলা আল-ইসলাহ’র সহ-সাংঠনিক সম্পাদক ইসমাইল হোসেন খানের সঞ্চলনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিঁলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিঁলাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com