কুলাউড়ায় ৫লক্ষ টাকার গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

April 18, 2017,

হুসাইন আহমদ॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিনাবাজার থেকে ৫লক্ষ টাকার গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
মঙ্গলবার ১৮ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর যৌথ অভিযান চালায়। এ সময় ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মহরম মিয়া ওরফে কনা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সোহেল মিয়াকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব মিনাবাজারের মছদ্দর মার্কেটের দোকানে অভিযানের প্রস্তুতি কালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে জুলেল আহমদ নামের অপর মাদক ব্যবসায়ী ও তার সহযোগীরা। পরে দোকানে অভিযান চালিয়ে র‌্যাব ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা।
এ সময় র‌্যাব ওই মাদক ব্যবসায়ীর ভাই সুহেল আহমদকে আটক করে। মাদক ব্যবসায়ী জুয়েল ও সুহেল গোবিন্দপুর গ্রামের মহরম মিয়া ওরফে কনা মিয়ার পুত্র।
র‌্যাব ও স্থানীয় সুত্রে জানা যায়, ওই বাজারে জুয়েলসহ কয়েকজন মাদক ব্যবসার সাথে জড়িত। জুয়েলের নেতৃত্বে একটি চক্র গড়ে উঠেছে ওই এলাকায়। তারা দীর্ঘদিন থেকে নির্বিগ্নে মাদক ব্যবসা, রাবার চুরি, গাছ চুরি, পাহাড় কাটা, গরু চুরি, ছিনতাইসহ নানা অর্পকম চালিয়ে আসছে। জুয়েলের নেতৃত্বে ওই চক্রের নেপথ্যে রয়েছেন পশ্চিম জালালাবাদ ও গোবিন্দপুর এলাকার, সালাম, কালাম, স্থানীয় ইউপি সদস্য কাজল, শাহাজান, ইমরান হোসেন সেলিম ও গাড়ি চালক তাহির মিয়াসহ অনেকেই। গ্রামীণ ওই এলাকাটি নিরিবিলি হওয়ায় তারা মিনাবাজারে বসেই মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালায়। ওই বাজারে রাতের বেলায় চলে তাদের জমজমাট মাদক ব্যবসা ও নানা অপকর্মের পরিকল্পনা।
উঠতি বয়সী এই মাদক ব্যবসায়ীরা স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের নানা অপর্কমের প্রতিবাদ করতে কেউ সাহস পায়না। র‌্যাবের হাতে সুহেল আটক হলেও অন্য সহযোগীরা পালিয়ে যাওয়ায় স্থানীয়রা স্বস্তি পাচ্ছেন না। তাদের জোর দাবী এলাকার নানা অপকর্মের হোতা এই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইননানূগ ব্যবস্থা নেওয়ার।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের পরিদর্শক অমর কুমার সেন মঙ্গলবার দূপুরে প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের যৌথ অভিযানে সকালে মিনাবাজারের একটি সিএনজি অটোরিক্সার গ্যারেজ থেকে কসটেপে মোড়ানো ৫০ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা। উদ্ধারকৃত গাঁজা হস্তান্তর এবং এ বিষয়ে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।
র‌্যাব-৯ এর সহকারী পরিচালক জে,এম,ইমরান বিষয়টি নিশ্চিত করে জানান, সুহেল কে আটক করা হয়েছে এবং এই অপকর্মের সাথে জড়িত অন্যদের ও গ্রেফতারের চেষ্ঠা চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com