কুলাউড়া ইউএনও’র বাসভবনে সশস্ত্র আনসার সদস্য নিয়োগ

September 5, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নিরাপত্তার জন্য তার সরকারী বাসভবনে প্রহরার জন্য ৪ জন সশস্ত্র আনসার সদস্যকে দায়িত্বভার দেয়া হয়েছে। শুক্রবার ৪ সেপ্টেম্বর রাত থেকে ইউ.এন.ও’র বাসার মূল গেইটের সম্মুখে সশস্ত্র আনসার সদস্যগণ নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

কুলাউড়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক মো: আনোয়ার হোসেন জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশে ও সিলেট রেঞ্জ পরিচালক এর তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন ৪ জন সশস্ত্র আনসার সদস্যকে অঙ্গীভূত করে কুলাউড়া ইউএনও’র বাসভবনে নিয়োজিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com