কুলাউড়া উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

August 8, 2016,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ইউএনও তাহসিনা বেগম এর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা ৭ আগস্ট রোববার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত সভায় ঐদিন সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরন, সকাল ১০টায় শোকর‌্যালী,১০-৪৫মিনিটে শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পন, ১১টায় আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের মধ্যে কবিতা আবৃতি, চিত্রাংকন, হামদ ও নাত প্রতিযোগীতা, পুরস্কার বিতরন ও বাদ জোহর বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জ্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনাসহ উপজেলা মসজিদে খতমে কোরআনসহ মিলাদ ও দোয়া অনুষ্ঠানের কর্মসুচী নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ সামসুদ্দোহা পিপিএম, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশিল চন্দ্র দে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারঃ) আহবাব চৌধুরী শাহজাহান চেয়ারম্যান, সহসভাপতি অরবিন্দু ঘোস বিন্দু ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারন সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিবসহ বিভিন্নœ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্টান প্রধান ও সরকারী-বেসরকারী কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com