কুলাউড়া পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
March 16, 2023,
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত আইয়ুব আলী ও সুরজান আলী নামে ২ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ১৫ মার্চ কর্মধা ইউনিয়নের টাট্টিউলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস ও সহকারি পুলিশ উপপরিদর্শক (এএসআই) মোঃ নাজমুল হোসেন ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলী এলাকা থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি আইয়ুব আলী ও সুরজান আলীকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, আইয়ুব আলী ও সুরজান আলীর বিরুদ্ধে সিআর ১৯/২০১৩ (বন আদালত) এর ২ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেন আদালত। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন