কুলাউড়া পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

May 17, 2022,

স্টাফ রিপোটার॥ কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে দুটি পৃথক অভিযানে ৫১ পিস ও ২০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ১৬ মে কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া পৌরসভার স্টেশন রোড সংলগ্ন ইস্টার্ন রেস্টুরেন্ট এন্ড সুইটমিটের কেবিন থেকে মাদক ব্যবসায়ী জমির আলী (২৯) ও মাসুম আহমেদ (৩০) কে ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
আরেকটি অভিযানে এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া পৌরসভার চাতলগাঁও পালকি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তুফায়েল আহমদ (২৪) কে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন কুলাউড়া থানা পুলিশের দুটি পৃথক অভিযানে সর্বমোট ৭১ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com