কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী প্রচারণায় ও গণসংযোগ

কুলাউড়া প্রতিনিধি॥ আগামী ১৬ জানুয়ারী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের ব্যাপক প্রচারণায় ও গণসংযোগ করে বেড়াচ্ছেন। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা।
৯ জানুয়ারি শনিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের নির্বাচনী প্রচারণায় ও গণসংযোগ উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা চেয়ারম্যান এ.কে.এম শফি আহমদ সালমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ.স.ম কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ তপুসহ জেলা ছাত্রলীগ ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন