কুলাউড়া বন্ধুসভার উদ্যোগে পহেলা বৈশাখ উদ্যাপিত

April 16, 2017,

বিশেষ প্রতিনিধি॥ দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা কুলাউড়া শাখার উদ্যোগে ১৪ এপ্রিল ১লা বৈশাখ শুক্রবার সকাল ১০টায় একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান সম্পন্ন হয়। কুলাউড়া ডাক বাংলোস্থ শিরীষতলা সহ যেখানেই বৈশাখের অনুষ্ঠান সেখানেই কুলাউড়া বন্ধুসভার বন্ধুরা গ্রামবাংলার ধাঁধাঁ নিয়ে হাজির হয়েছে। নারী পুরুষ শিশু কিশোর সহ প্রায় শতাধিক প্রতিযোগী এই অনুষ্ঠানে স্বতঃর্স্ফূত ভাবে অংশগহণ করেন। বিজয়ী বা পরাজিত অংশগ্রহণকারী সবাইকে কদমা, বাতাসা, তিলুয়া, চিড়ার মুয়া, মুড়ির মুয়া, ইত্যাদি দিয়ে পুরস্কৃত করা হয়। কুলাউড়া বন্ধুসভার সাধারণ সম্পাদক একেএম জাবেরের উপস্থাপনায় পুরো কার্যক্রম সম্পন্ন হওয়ার ক্ষেত্রে কুলাউড়া বন্ধুসভার অন্যান্য যে বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠা শহীদুল ইসলাম তনয়, ২০১৭ বর্ষের সভাপতি তকলিফুল ইসলাম, সহ সভাপতি কাওছার আহমদ চৌধুরী সাব্বির, সহ সভাপতি আফজল রহমান, সামছুল আলম সজীব, সহ সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মোঃ কালাম, দ্বিজন আচার্য্য প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com