কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ষবরন

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় বাংলা নববর্ষ ১৪২৪ বর্ষবরণ উদযাপন করা হয়েছে। কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্মসুচীর মধ্যে ছিল সকাল ১০টায় শোভাযাত্রা, ১১টায় স্কুল প্রাঙ্গনে আলোচনাসভা ও বেলা ২টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০টায় শোভাযাত্রা শেষে প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে ও সহ-প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, সহ-শিক্ষক সোহেল আহমদ ও সুরমান আলীর পরিচালনায় স্কুল প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল খালিক, অভিভাবক সদস্য মোঃ ফরিদ উদ্দিন, মইনুল ইসলাম শামীম, মোঃ জামাল মিয়া, আব্দুল হান্নান, লাকি দেব প্রমুখ। পরে বেলা ২টায় ‘প্রাণ জেগে উঠুক আজ নুতন আমেজে’ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে স্কুলের ও অতিথি শিল্পীরা।
মন্তব্য করুন