কুলাউড়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

October 30, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে মোটর সাইকেলকের ধাক্কায় জাবেদ মিয়া (২৫) নামক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার ২৭ অক্টোবর রাত আনুমানিক ৯টায় ব্রাহ্মণবাজার ফেঞ্চুগঞ্জ সড়কের শ্রীপুর এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল শ্রীপুর চকেরগাঁও গ্রামের জাহাঙ্গির মিয়ার ছেলে জাবেদ মিয়া (২৫)কে ধাক্কা দিয়ে ফেলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘন্টা পর রোববার ২৮ অক্টোবর রাত আনুমানিক ১০টায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে সোমবার ২৯ অক্টোবর সোমবার বিকেলে লাশ দাফন করা হয়। এব্যাপারে কুলাউড়া থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com