কেশবচর-আউশকান্দি এরাবরাক নদী’র উপর সেতু ভিত্তি প্রস্তর

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ও হবিগঞ্জ জেলার সীমান্তে অবস্থিত বহুল প্রতিক্ষিত এরা বরাক নদীর উপর সেতু নির্মান কাজের ভিত্তি প্রস্তর করা হয়েছে। এখানে সেতু নির্মাণের ফলে দুই জেলার নতুন সংযোগ স্থাপন হবে। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলা আউশকান্দি থেকে আধা কিঃ কিঃ দূরে এই সেতু অপর দিকে মৌলভীবাজার সদর উপজেলার কেশবচর গ্রামে রাস্তাটি সংযোগ হবে রাস্তাটি। ৯৬ মিটার দৈর্ঘ সেতু ও ১০০ মিটার সংযোগ সড়ক সহ ব্যায় ধরা হয়েছে প্রায় ৭ কোটি টাকা।
টিএম জেবি কনষ্ট্রাকশন এই কাজ টি সম্পন্ন করবে। মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তর করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী।
স্থানীয় ইউ পি সদস্য হাজী ইলিয়াছ মিয়া’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সদর উপজেলা প্রকৌশলী আলমঙ্গীর হোসেন, ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, ৫নং আউশকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, আবু মিয়া চৌধুরী, ইউ পি সদস্য আহমদ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী আব্দুল হাকিম, ইউপি যুবলীগ সাধারণ সম্পাদক আরমান হোসেন।
মন্তব্য করুন