কোটা আন্দোলনে নিহতদের স্মরণে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে প্রার্থনা অনুষ্ঠিত

July 30, 2024,

প্রনীত রঞ্জন দেবনাথ : কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মঙ্গলবার ৩০ জুলাই বিকেল সাড়ে ৫টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দে’র সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত। আলোচনায় অংশ নেন কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সহ সভাপতি ধীরেন্দ্র ধর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, অবসরপ্রাপ্ত শিক্ষক নিখিল চন্দ্র কর, শিক্ষক প্রদীপ দেবনাথ, সমাজকর্মী উপেন্দ্র কুমার সিংহ প্রমুখ।
আলোচনা সভা শেষে কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে তাদের আত্মার শান্তি কামনায় ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com