কোবিড-১৯ এ সৃষ্ট দুর্যোগ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে কমলগঞ্জে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ

May 6, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কোবিড-১৯ এ সৃষ্ট দুর্যোগ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মরহুম হাজী আরব উল্ল্যাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২ শতাধিক অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৬ মে বিকাল সাড়ে ৩টায় পতনঊষার ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ মো: জহির উদ্দিনের অর্থায়নে এসব ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল।
পতনঊষার ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা রিপন ইসলাম ময়নুলের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, পতনঊষার ইউপি সদস্য সায়েক আহমদ, এখলাছ আহমদ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাজিদুর রহমান সাজু, জয়নাল আবেদীন, কুয়েত আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা চৌধুরী, মরহুম হাজী আরব উল্ল্যাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি খলিলুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইলিয়াছুর রহমান পংখী, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল তরফদার, ফয়ছল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ২৩০ পরিবারের মাঝে ইফতার ও ত্রাণ সমাগ্রী ও ১টি করে মাস্ক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com