কোভিড-১৯ প্রতিরোধে শ্রীমঙ্গলে টিকা প্রদান কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত বিশেষ সভা
August 2, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিথি॥ শ্রীমঙ্গলে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্তে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ২ আগষ্ট সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এছাড়াও উক্ত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, পৌর কাউন্সিলর মীর এম এ সালামসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন