কোরবানির প্রাণীর হাটে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছে ভোক্তা-অধিকার অধিদপ্তর

July 19, 2021,

স্টাফ রিপোর্টার॥ করোনাকালীন সময়ে পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে কোরবানির প্রাণীর হাটে ক্রয় বিক্রয় তদারকি এবং স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার ১৯ জুলাই মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে আর্মস ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স এর সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার বরুণা বাজার এবং ভৈরবগঞ্জ বাজারে কোরবানির প্রাণীর হাট তদারকি করা হয়। একই সাথে আজ সদর উপজেলার স্টেডিয়াম কোরবানির প্রাণীর হাট এবং মোকামবাজার প্রাণীর হাটে তদারকি করা হয়। উক্ত তদারকিতে বিক্রেতাদের গরু, ছাগল ঔষধ দিয়ে মোটা না করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়। কোরবানির হাটে আগত ক্রেতা বিক্রেতাদের অবশ্যই মাস্ক পড়তে হবে এই বিষয়টি হ্যান্ড মাইকে প্রচার করা হয়। হাটে আগত ক্রেতা বিক্রেতারা যাতে স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করেন সেই বিষয়টি হাট ইজারাদারকে নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com