খাঁচার পাখি
May 17, 2020,
ফাতিহা কামাল॥
আমি এখন পাখির মতো
বন্দী যে এক খাঁচায়,
খাঁচায় থেকে বন্দী পাখি
দিন যেভাবে কাটায়।
চাইনা থাকতে বন্দী আমি
একলা আমার ঘরে,
সবার সাথে খেলতে যে চাই
সারাটি বিকেল ধরে।
আমার ছিল একটি ঘুঘু
দিয়েছিলাম সাজা,
বন্দী করে খাঁচায় তাকে
পেয়েছিলাম মজা!
পাখিরা সব মুক্ত যে আজ
উড়ছে আকাশ পানে,
ঘরের কোণে বন্দী আমি
করোনা ভাইরাসের কারণে।
(ফাতিহা কামাল, দ্বিতীয় শ্রেণি, বিটিআরআই উচ্চ বিদ্যালয়।)
মন্তব্য করুন