খাদিজার হামলাকারীর শাস্তির দাবিতে মৌলভীবাজার কলেজ ছাত্রদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার॥ সিলেটে কলেজ ছাত্রী খাদিজা আক্তারের উপর হামলাকারী বদরুলের ফাঁসির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে সরকারি কলেজ ছাত্র।
শনিবার ৮ অক্টোবর দুপুর মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মখে এ মাননবন্ধন অনুষ্টিত হয়। ছাত্র নেতা রুবেল আহমদ এর সভাপত্বিতে ও এম. এ চৌধুরী শাহান এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রনেতা হাফেজ আহমেদ মাহফুজ সৈয়দ নেপুর আলী, মো: ফজলুর রহমান, , মাযহারুল ইসলাম মহসিন, মামুনুর রশীদ,মনসুর রহমান মিটু,রিপন আহমেদ, রাহিন আহমেদ, ফয়ছল আহমেদ, জুনাইয়েদ আহমেদ আলী, এবং কলেজ ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা ইহাম মুজাহিদ, মির্জা তারেক, শেখ মুহিত, সামি আহমদ,তানভির আহমদ, খান নাহিয়ান,তানভির জামান,সাফকাত আহমেদ ইমন, মো¯স্তকিম আহমেদ টিটু,তুসার আহমেদ,ফাহিম আহমদ,রিপন আহমেদ,শেখ তাহসিন আরাফাত নাহিয়ান, সালমান বাপ্পি মাসুম, রাহাত, তপু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, যারা মানুষ ও মানবতার উপর বর্বরোচিত হামলা চালাতে পারে তারা কখনো কোন দলের হতে পারে না। খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বদরুল একজন সন্ত্রাসী। তাকে দ্রুত বিচার আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন।
মন্তব্য করুন