খাসি জনজাতির  নিরাপত্তা ও ভূমি অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

January 24, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়েনর বারেঙ্গা খাসিয়া পুন্জিতে বেসরকারি সামাজিক সংস্থা “অভিযান” এর আয়োজনে ২৩ জানুয়ারী বুধবার দুপুরে “খাসি জনজাতির নিরাপত্তা ও ভূমি অধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অভিযান এর প্রকল্প সমন্বয়কারী তামলিমন বাঃরে ও পারমিসন লামিন এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মানিত সভাপতি বিশিষ্ট সাহিত্যিক সুইডেন প্রবাসী মোয়াজ্জেম হোসেন আলমগীর।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু। বিশেষ অতিথি ছিলেন ৫নং দক্ষিন শাহবাজপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন। বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সালেহ আহমদ জুয়েল। বড়লেখা থানার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  মোশারফ হোসেন। শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাফর আহমদ।

সম্মানীত বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিযান এর নির্বাহী পরিচালক বনানী বিশ্বাস। সভায় অভিযান এর প্রকল্প সমন্বয়কারী তামলিমন বাঃরে তার বক্তব্য পুন্জির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় তিনি সম্প্রতি বিভিন্ন পুন্জিতে পানগাছ ও লেবু বাগানে দূর্বিত্তদের হামলা ক্ষতি সাধনের নিন্দা ও দোষীদের স্বর্বোচ্চো শাস্তি দাবি করেন। সম্মানীত বিশেষ অতিথি বনানী বিশ্বাস আদিবাসী ও দলিত দের জীবনমান উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা আলোচনা সভায় উল্লেখ করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু অচিরেই বারেঙ্গা পুন্জিতে একটি পাকা সিঁড়ি নির্মান করে দিবেন বলে সভায় ঘোষনা দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com