গণপরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায়
September 6, 2020,

স্টাফ রিপোর্টার॥ জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে শহরের শ্রীমঙ্গল সড়কে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
৬ সেপ্টেম্বর বিকেলে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় গণপরিবহনের জন্য সরকার নির্দেশিত ব্যবস্থা না নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস না থাকা ইত্যাদি অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক ২১টি পৃথক মামলায় ১০,৩০০/= টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ, বেগম সানজিদা রহমান, বেগম মৌসুমী আক্তার, মোঃ তানভীর হোসেন, বেগম হুমায়রা সুলতানা এবং অর্ণব মালাকার।
মন্তব্য করুন