গরীব ও দুস্থদের মাঝে শোক দিবসে খিচুড়ি বিতরণ

স্টাফ রিপোর্টার॥ জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারে গরীব ও দুস্থ মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এর উদ্বোধন করেন।
প্রয়াত সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলীর জীবদ্দশায় প্রতিবছর শোক দিবসে এই আয়োজন করা হতো।
এরই ধারাবাহিকতায় প্রয়াত মন্ত্রীর জৈষ্ঠ্য কন্যা কেন্দ্রীয় যুবলীগের উপ মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমিনের ব্যক্তিগত উদ্েযগে মৌলভীবাজার শহরের বেরীরপাড়স্থ বাস স্ট্যান্ডে এই আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, একাটুনা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, ছাত্রলীগ নেতা আখতার উদ্দিন, তানভীর শিপুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রায় ছয় শতাধিক গরীব ও দুস্থদের মাঝে এই খিচুড়ি বিতরণ করা হয়।
মন্তব্য করুন