গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নির্বাচনী পোস্টারের ক্ষতি

সাইফুল্লাহ হাসান॥ গত দু’দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মৌলভীবাজারের নির্বাচনী পোস্টার ছিঁড়ে নীচে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
মঙ্গলবার ১৮ ডিসেম্বর সকালে মৌলভীবাজার-৩ আসন সহ জেলার অন্যান্য আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নির্বাচনে মনোনীত প্রার্থীদের গত ৫/৬ দিনের টাঙ্গানো বেশিরভাগ পোস্টার এখন রাস্তায় পড়ে আছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারনে রাস্তাঘাটে টাঙ্গানো পোস্টারে বৃষ্টি পড়ায় অস্থিত্ব হারিয়ে পড়ে আছে রাস্তায়। আর বৃষ্টির কারনে থেমে আছে পোস্টারিং টাঙ্গানো।
শহরের বিভিন্ন সড়কের দু’পাশে আড়াআড়ী ভাবে টাঙ্গানো নির্বাচনী পোস্টার পড়লেও রয়েছে পোস্টার টাঙ্গানোর জন্য ব্যবহৃত রশি।
জানা যায় ঘূর্ণিঝড় এর প্রভাবে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারনে দেশের অধিকাংশ জেলার পাশাপাশি মৌলভীবাজার জেলা জুড়ে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি।
এবিষয়ে একজন নির্বাচনী প্রচারক জানান, বৃষ্টি চলে গেলে যত তাড়াতাড়ী সম্ভব বৃষ্টির কারনে নষ্ট হওয়া পোস্টার টাঙ্গানো স্থানে আবারও টাঙ্গানো হবে।
মন্তব্য করুন