গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের উদ্যোগে বীরাঙ্গনা সম্মাননা ও শীতবস্ত্র বিতরণ

January 15, 2022,

বিকুল চক্রবর্তী॥  শ্রীমঙ্গলে গুলশান- বনানী পূজা ফাউন্ডেশনের  উদ্যোগে বীরাঙ্গনা সম্মাননা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১৪ জানুয়ারী শুক্রবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ সড়কস্থ শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় মহান মুক্তিযুদ্ধে পাকিস্থানী সেনাবাহিনী কর্তৃক সম্ভ্রম হারানো বীরাঙ্গনা শিলা গুহ কে  ঢাকা গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্দেশনের উদ্যোগে এ সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ও শ্যামলী পরিবহনের এমডি রমেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের নেতা সুধাংশু কুমার দাশ, প্রাণ কৃষ্ণ ঘোষ, ইঞ্জিনিয়ার কেশব কুমার রায়, অপূর্ব কুমার সাহা, চন্দন চন্দ্র লোদ, জয়ন্তী রায়, অমল চন্দ্র বসাক, এডভোকেট বিনয় কৃষ্ণ পোদ্দার, অভিজিৎ দাস, সজীব ভক্ত, শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের নেতা অজয় দেব, শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাসেন্দ্র ভট্টাচার্য্য,  সুনীল বৈদ্য সচী, মুকুল দেব রায়, প্রকৌলী তুষার কান্তি সরকার প্রমূখ।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদ, শ্রীশ্রী জগনাথ জিউর আখড়া ও শ্রীমঙ্গল লোকনাথ ভাবপ্রচার সংঘের উদ্যোগে গুলশান-বনানী  সার্বজনীন পূজা ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে পৃথক পৃথক ভাবে দেয়া হয় সম্মাননা। এর আগে গুলশান- বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীমঙ্গল বিদ্যাবিল চা বাগান, বর্মাছড়া চা বাগান, ফুলছড়ি চা বাগান, চাতালী চা বাগান, কালাছড়া চা বাগান, কালাপুর গাঢ় লাইন, সবুজবাগ ও সাগরদিঘি সড়কসহয় বিভিন্ন স্পটে ৬শ মানুষের মধ্যে ১২শ পিস কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, মাজদিহি চা বাগানের চাতালী ডিভিশনের সহকারী ব্যবস্থাপক মো: শামীম আহমদ, পূজা উদযাপন পরিষদ কালাপুর  ইউনিয়ন শাখর সাধারণ সম্পাদক প্রদীপ দেব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com