গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন
May 12, 2016,
স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন হুইপ শাহাব উদ্দিন। প্রায় এক টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- এলজিইডি।
১২ মে বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ শাহাব উদ্দিন বলেন, সরকার স্থানীয় সরকার বিভাগকে শক্তিশালী করেছে এবং গ্রামীণ অগ্রযাত্রার কেন্দ্রবিন্দুতে পরিণত করছে। এখন অনেক ক্ষেত্রে আর শহর কিংবা রাজধানীতে গ্রামের মানুষকে ছুটতে হয়না। ঘরে বসেই সেবা পাচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনিক ও এলজিইডি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন