গোয়ালবাড়ী-মোকামটিলা রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের গোয়ালবাড়ী-মোকামটিলা রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি। গত ৬ আগষ্ঠ শনিবার বিকেল ৪ টায় এ কাজের উদ্বোধন করেন। গোয়ালবাড়ী-মোকামটিলা রাস্তার উন্নয়ন কাজের ব্যয় হবে ১৪ লাখ ৯৭ হাজার টাকা। উক্ত ভিত্তি প্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা প্রকৌশলী ইসতেয়াখ হাসান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আজির উদ্দিন, যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, পশ্চিম জুড়ী ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, যুবগলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শেখরুল ইসলাম, আব্দুল মতিন, প্রমুখ।
মন্তব্য করুন