ঘন কুয়াশা আর প্রচন্ড ঠান্ডা দেখাচ্ছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস
স্টাফ রিপের্টার : শীত মৌসুমের আগেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলায়। সেখান কার শ্রীমঙ্গলে ১১ ডিসেম্বর বুধবার সর্ব নিম্ম তাপ মাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া ও গত দিন দিন ধরে সেখানকার তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রীর মধ্যে উঠা নামা করছে।
এদিকে শীত কিছুটা কম হলেও ঘন কুয়াশার কারনে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারনে মহা সড়ক থেকে আভ্যন্তরিন সব সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানিয়েছেন,আকাশে কিছুটা মেঘ জমে থাকায় এবং ভোরে ও রাতে ঘন কুয়াশার কারনে এবছর তাপমাত্রা ধীরে ধীরে নামছে। তবে চা বাগান ও পাহাড়ী এলাকার কনকনে হিমেল বাতাসে বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। রোদের দেখা মিলছে দেরি করে ফলে দিন মজুর থেকে শুরু করে বিশেষ করে বৃহত্তর চা জনগোষ্ঠীর কাজ কর্মে দেখা দিয়েছে মন্দা ভাব।
মন্তব্য করুন