চা বাগান পঞ্চায়েতবৃন্দের অনুমোদন পত্র হস্তান্তর উপলক্ষে বিশেষ  সভা অনুষ্ঠিত

August 26, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালি কার্যকরী পরিষদের নব নির্বাচিত ২৩টি চা বাগান পঞ্চায়েতবৃন্দের অনুমোদন পত্র হস্তান্তর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা পরিষদ অডিটরিয়ামে শনিবার দুপুর ১টায় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরী। মনু-দলই ভ্যালি কার্যকরী পরিষদের নব নির্বাচিত সভাপতি ধনা বাউরীর সভাপতিত্বে ও পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরাগ বারই, সহ সভাপতি গায়ত্রী রাজভর, কার্যকরী সভাপতি পংকজ কন্দ, বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাঁতী, মনু-দলই ভ্যালি কার্যকরী পরিষদের সাবেক সভাপতি গোপাল নুনিয়া, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসহাবুর ইসলাম শাওন, ইউপি সদস্য শিব নারায়ণ শীল, সাবেক ইউপি সদস্য নরোত্তম বর্ধন, চা শ্রমিক নেতা রামজনম কৈরী, সিতাংশু পাল, মোহন লাল রবিদাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনু-দলই ভ্যালি কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নির্মল দাস পাইনকা, পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী, বাঘাছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি রাখাল গোয়ালা, কামারছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি দিলীপ কৈরী প্রমুখ। সভায় মনু-দলই ভ্যালীর ২৩ টি চা বাগানের পঞ্চায়েত প্যানেল কমিটির প্রতিনিধিগণসহ ভ্যালীর উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ উপ¯ি’ত ছিলেন। সবশেষে উপ¯ি’ত সকলকে আপ্যায়িত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com