চা শ্রমিক সন্তান সুর”জ বাক্তি বাঁচতে চায়

June 10, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি কমলগঞ্জ উপজেলার দরিদ্র চা শ্রমিক কাজল বাক্তির ছেলে ১ম শ্রেণির ছাত্র সুর”জ বাক্তি (৬)। কয়েক মাস আগে  নিয়মিত জ্বর হলে তাকে বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়ে গেরে পরে সিলেট পপুলার মেডিক্যাল সেন্টারে ধরা পড়ে সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। সুর”জ মরনব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের ২১৯ ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। সে সুস্থ্য হয়ে আবার বিদ্যালয়ে লেখা পড়া করতে চায়। সে বাঁচতে চায়। তবে চিকিৎসকদের পরামর্শে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। দরিদ্র চা শ্রমিক পরিবারের সন্তান বলে দেশেও তার তেমন সু-চিকিৎসা করতে পারছে না, তার উপর কিভাবে বিদেশের কথা ভাববে বলে বাবা কাজল বাকতি জানান। তাকে সহায়তা প্রদান করা যাবে  ০১৭৫৬১৭৬০৯৬ নম্বরে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com