চীনের সিনোফার্মের ৯০ হাজার ডোজ টিকা মৌলভীবাজারে পৌছেছে

September 25, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে আবারও এসে পৌছেছে চীনের সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের ৯০ হাজার টিকা।
শনিবার ২৫ সেপ্টম্বের সকালে ফ্রিজার গাড়ি টিকা নিয়ে এসে পৌঁচ্ছলে সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ টিকা গ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স ইমুইনাইজেশন মেডিক্যাল অফিসার ডাঃ মনিরা হক, জেলা ইপিআই সুপার(ভারপ্রাপ্ত) জনাব শামসুল হকসহ ইপিআই সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগন।
প্রাপ্ত ভ্যাকসিন আগামী ২৬ সেপ্টেম্বর রোববার থেকে মৌলভীবাজারের সারা জেলার ৭টি ফিক্সড সেন্টারসমূহে ১ম ও ২য় ডোজ হিসেবে প্রদান করা হবে।
সিভিল সার্জন সবাইকে রেজিস্ট্রেশনপূর্বক এসএমএস প্রাপ্তি সাপেক্ষে আপনার নির্ধারিত টিকাকেন্দ্র থেকে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক টিকা গ্রহন করার জন্য ও টিকা সংক্রান্ত যেকোন তথ্যের জন্যে আপনার নির্ধারিত টিকাকেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com