চোখের আকাশ
October 19, 2020,

পুলক কান্তি ধর॥
চোখের আশা প্রাণের শক্তি
মানুষের কল্যাণে
এক মহান ব্রত হয়ে
আমাদের চোখের সামনে
দাড়িয়ে আছে,
সেবাদানকারী বিএনএসবি।
সবুজ বৃক্ষ দেখার সতেজ মনে
আমাদের সামনে এক অনন্য বাগান
মাতারকাপন চোখের মণি।
আমার সমগ্র আবেগ ভালোবাসা তোমার চরণে
চোখের আকাশ যেনো নীল হয়ে থাকে।
মন্তব্য করুন