কুলাউড়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মান্না গ্রেফতার
September 25, 2024,
স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান মান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সকালে শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: মহসিন মৌলীবাজার টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাপুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে মান্নাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
মন্তব্য করুন