ছাত্রলীগ নেতার ট্রাফিক নিয়ে সচেতনতা প্রচার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতার ব্যাক্তিগত উদ্যোগে ট্রাফিক নিয়ে শহরের স্কুল, কলেজ, মসজিদসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ফেস্টুন লাগিয়েছেন। সাধারন চালকদের সচেতন করতে এবং দুর্ঘটনা রোধ করতে তার এ উদ্যোগ।
২৭ আগষ্ট সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌলভীবাজার শহরের, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়,কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ, বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দি ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুল, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি শিশু প্রাথমিক বিদ্যালয়, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়,বি এম সাহিন স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, সৈয়দ শাহ্ মোস্তফা কলেজ,হোয়াইট পার্ল কলেজ, ইমপিরিয়াল কলেজ, মৌলভীবাজার টাউন কামিল সিনিয়র মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, জেলা পরিষদ মসজিদ, কোর্ট মসজিদ, মৌলভীবাজার জর্জ কোর্ট সহ শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে এ ফেষ্টুন লাগানো হয়।
এ কাজের মুল উদ্যোগী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহের হোসেন জাকির জানান, ছাত্র রাজনীতি করলেও সমাজের প্রতি দ্বায়বদ্ধতা আছে। সড়ক দূর্ঘটনা মহামারী আকার ধারন করেছে এ থেকে মুক্তির একমাত্র উপায় সচেতনতা।সমাজের প্রতি বন্ধতা থেকেই আমার এই প্রচারনা। আগামীতে সমাজের কল্যানে এ রকম কাজ করতে চাই
মন্তব্য করুন