ছাত্র জীবন
May 10, 2017,
মো: সাইফুল ইসলাম
নবম শ্রেণী ছাত্র
শাহ মোস্তফা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল।
কচি কচি পাতা, কচি কচি মন
সবচেয়ে ভাল লাগে ছাত্র জীবন।
ছাত্রজীবনের পথটাই জ্ঞানের আলো
তাই চাত্রজীবনকে লাগে মোর ভালো।
আমরাই দেশের ভবিষ্যৎ
আমরাই দেশের কর্ণধার।
জ্ঞানের আলো ছড়িয়ে দিব
রই বেনা কোনো অন্ধকার।
আসুক না যত বাঁধা
আসুক না যত প্লাবন।
তবুও মোরা ছাত্রজীবনে
তোলে ধরব বাংলাদেশের কেতন
দীপ্তমান হবে তাই
আমাদের ছাত্র জীবন।
মন্তব্য করুন