জগৎসীতে আর্থিক অনুদান দিলো হামিদা রহিম মেমোরিয়াল পরিষদ

November 4, 2018,

এমদাদুল হক॥ মৌলভীবাজার সদর উপজেলার জগৎসী গ্রামের বড়বাড়িতে হামিদা রহিম মেমোরিয়াল পরিষদের পক্ষ থেকে গরীব এবং অসহায় ৫টি পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন পরিষদের ডিরেক্টর রেমিট্যান্সের অগ্রদূত যুক্তরাজ্য প্রবাসী এম. এ. মুকিত, এম. এ. মিলাদ ও এম. এ. মুবিন।

২ নভেম্বর শুক্রবার বাদ জুমআ হামিদা রহিম মেমোরিয়াল পরিষদের পক্ষ থেকে গরীব এবং অসহায় ৫টি পরিবারকে চেক হস্তান্তর করেন রহিম মেমোরিয়াল পরিষদের ডিরেক্টর বৃন্দের ফুফু আছিয়া বেগম।

জামাল আহমেদের পরিচালনায় উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। জানা যায় হামিদা রহিম মেমোরিয়াল পরিষদের পক্ষ থেকে এরকম সহযোগিতা অতীতেও করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় হামিদা রহিম মেমোরিয়াল পরিষদের পক্ষ থেকে জগৎসীর আমির মিয়ার মেয়ের বিয়ের আপ্যায়ন ও ফার্নিচারের যাবতীয় টাকা প্রদান করা হয়। এছাড়া আরও চারটি পরিবার তথা জাহাঙ্গীর মিয়া, লেইছ মিয়ার স্ত্রী, রুলি বেগম ও সাতির মিয়াকে নগদ ১৫ হাজার টাকা করে মোট ৪টি চেক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com