জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার ইয়াজ উদ্দিন আর নেই
August 12, 2021,

স্টাফ রিপোর্টার: জনতা ব্যাংকের সাবেক ব্রাঞ্চ ম্যানেজার ও হোমিও চিকিৎসক ইয়াজ উদ্দিন আহমদ ১২ আগষ্ট সকাল ৭.১৫ মিনিটের সময় মৌলভীবাজর শহরের গীর্জাপাড়ার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাহের রাজিউন)। তিনি সমাজকর্মী ও যুক্তরাজ্য প্রবাসী লিমন মাহবুব এর পিতা। মরহুমের প্রথম নামাজে যানাজা বাদ যোহর সৈয়দ শাহ (রঃ) মোস্তফা দরগাহ প্রাঙ্গনে অনিুষ্ঠত হয়। পরে দ্বিতীয় নামাজে যানাজা কুলাউড়ার রবিবাজার মোহাম্মদি শাহী ঈদগাহ মাঠে বিকেল ৫.৩০ অনিুষ্ঠত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
মন্তব্য করুন