জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

October 2, 2018,

স্টাফ রিপোর্টার॥ ‘সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’-এ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ২ অক্টোবর সকালে এ কর্মসূচি পালিত হয়। মৌলভীবাজার জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।প্রধান অতিথি বলেন, টেকসই জাতীয় উন্নয়নের জন্য আমাদের সম্মিলিত উদ্যোগ নিতে হবে। উৎপাদন বৃদ্ধি পেলে অর্থনীতি সবল হবে। অর্থনীতি শক্তিশালী হলে পরনির্ভরশীলতা কমে যাবে। আমরা কাঙ্খিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। এতে দেশ দ্রুত উন্নত দেশে পরিণত হবে।মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব আশরাফুর রহমান এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদেও চেয়ারম্যান বীর মুুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ারুল হক,বিসিক মৌলভীবাজার এর উপ-ব্যবস্থাপক মো: মাহবুবুর রহমান,বাংলাদেশ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com