জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ পালিত
October 6, 2020,

স্টাফ রিপোর্টার॥ নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে জন্ম নিবন্ধন দিবস।
মঙ্গলবার ৬ অক্টোবর সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় উপস্থিত ছিলেন,পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা বৃন্দ। এসময় বক্তারা বলেন, নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা প্রাপ্তিতে ও অধিকার সংরক্ষণে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরেন।
মন্তব্য করুন