জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে জারি গানে গ বিভাগে দেশ সেরা শ্রীমঙ্গল সরকারি কলেজ দল

June 7, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে জাতীয় পর্যায়ে নিত্য, উচ্চাঙ্গ ও লোকনৃত্য প্রতিযোগিতায় জারি গানে গ বিভাগে সেরা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজ দল। সোমবার ৬ জুন সরকারি টির্চার্স ট্রেনিং কলেজ ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় জারী গান ‘গ’ বিভাগে শ্রীমঙ্গল সরকারি কলেজ দল জাতীয় ভাবে প্রথম স্থান অর্জন করেছে।
উল্লেখ্য যে জারি গানে অংশ গ্রহণকারী সকলেই শ্রীমঙ্গল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য।
জাতীয় পর্যায়ে সমগ্র বাংলাদেশের মধ্যে ‘গ’ বিভাগ থেকে জারি গানে ১ম স্থান অধিকারী শিক্ষার্থীরা হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ মানবিক বিভাগের শিক্ষার্থী দলনেতা প্রেয়সী দেবনাথ, রোহিত শর্মা, সেঁজুতি দেবী, অনন্ত দূর্বা, তাইফা আনোয়ার গুনগুন, আপন দে ও সৌরভ ঘোষ তূর্য।
এই দলটিকে একটি যোগ্য জারী গান দল হিসেবে গড়ে তোলেন সাংস্কৃতিক কর্মী শ্যামল আচার্য্য। শ্যামল আচার্যের নেতৃত্বে দলটি প্রতিযোগিতায় অংশ নেয় ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com