জাতীয় শোক দিবসে মৌলভীবাজারে দুর্জয় ক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল

August 16, 2021,

স্টাফ রিপোর্টার॥ সামাজিক ও ক্রিড়াভিত্তিক সংগঠন দুর্জয় ক্লাবের আয়োজনে স্বাধীন বাংলাদেশের মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট বিকাল সাড়ে ৫ ঘটিকায় সৈয়দ মুজতবা আলী রোডস্হ দুর্জয় ক্লাবের অস্হায়ী কার্যালয়ে দুর্জয় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাকবীর হোসাইনের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাধন থিয়েটারের সভাপতি নাট্য ব্যক্তিত্ব রুহেল আহমদ চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ সভাপতি আমিনুর রশিদ চৌধুরী বাবর, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ সভাপতি ক্রিড়া সংগঠক এ কে এম আকলু, সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ চৌধুরী মসু, দুর্জয় ক্লাবের সহ সভাপতি সিরাজুল হাসান, সহ সভাপতি কামরুল আহসান প্রমুখ। এছাড়া দুর্জয় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আশরাফ, কার্যকরী সদস্য কাউছার আহমদ, হাবিব আহমদ, মাসুম আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শের ন্যায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে মনোনিবেশ হওয়ার আহ্বান জানান এবং দুর্জয় ক্লাবকে উক্ত অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com