জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র্যালী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ স্যানিটেশন অক্টোবর মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে মৌলভীবাজার বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর রবিবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ব্র্যাক ওয়াশ কর্মসুচির উদ্যোগে জেলা প্রশাসকের কায্যালয় চত্বর থেকে বর্নাঢ্য র্যালী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। স্যানিটেশন অক্টোবর মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে হাত ধোয়া দিবস আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃতোফায়েল ইসলাম ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম ফারুক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান, জনস্বাস্থ্য প্রকৌশলী সোহরাব উদ্দিন, ব্য্রাক জেলা প্রতিনিধি মো: আরিফুর রহমান সুলতানা আক্তার ও আমজাদ হোসেন প্রমুখ।
মন্তব্য করুন