জুড়ীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

November 4, 2023,

জুড়ী প্রতিনিধি॥ “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের জুড়ীতে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার ৪ নভেম্বর সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মুল কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায় সমিতির সদস্য ও অথিতিবৃন্দের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে জুড়ীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালী পরবর্তী আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি। উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ মন্টু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোসাঃ নিখাত সুলতানা। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন ইমরুল ইসলাম, আফিয়া বেগম, রঞ্জন বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসের সুজাউদৌলা, সমবায়ী

মোঃ কবির উদ্দিন, নাদিম মাহমুদ সেলিম, আব্দুল হাকিম ইমন, মো. নুরুজ্জামান।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে গান পরিবেশন করেন প্রসাদ দাশ, মুজিবুর রহমান, পুষ্পা দাস পূজা, মৌসুমি আক্তার, পারভিন আক্তার পারুল, জিয়াসমিন বেগম, আফিয়া বেগম, নৃত্য পরিবেশন করেন ঈশারা দাশ হৃদি, স্নিগ্ধা সহ অনেকেই। পরে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com